পরিচালকসহ বিজ্ঞাপনের সেটে শুভ ও আঁখি
বিনোদন প্রতিবেদক: প্রায় এক বছর পর নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করছেন এ সময়ের আলোচিত নায়ক আরিফিন শুভ। রোববার এফডিসিরি চার নম্বর ফ্লোরে আরিয়ানের নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির লেদারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন তিনি। আজ ও আগামীকাল বিজ্ঞাপনটির শুটিং হবে বিএফডিসিতে।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, বলা যায় প্রায় এক বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করছি। সত্যি বলতে কী ছোট পর্দার দর্শকের কাছাকাছি থাকার জন্যই বিজ্ঞাপনে কাজ করা। নতুন বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব ভালো লেগেছে। আরিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করি তিনি ভালো একটি কাজ দাঁড় করাবেন। শুভর সঙ্গে মডেল হিসেবে কাজ করছেন বেনজীর আঁখি।
উল্লেখ্য, আরিফিন শুভ গত বছর একই সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছিলেন নূসরাত ফারিয়া, নাদিয়া নদী ও পরীমনির সঙ্গে। এগুলো ছিল মিস্টার কুকিজ, যমুনা ও প্রাণ আপের বিজ্ঞাপন। তিনটি বিজ্ঞাপনই এখন নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এদিকে আরিফিন শুভ অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটি গত ৬ই মে মুক্তি পায়।