ভালুকায় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় কাউসার (২০) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌরসভার ২ নং ওয়ার্ড কাঁঠালী বাগরাপাড়া ভাড়া বাসায় ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার খোকশিয়া টিলাপাড়ার মৃত ইয়াদ আলী ছেলে কাউছার মিয়া তার সহকর্মীকে নিয়ে ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ড কাঁঠালী বাগরাপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে সড়ক ও জনপথ বিভাগের বিল্ডিং এর কাজ করে আসছিল। শনিবার দুপুরে তিন সহকর্মী বাসায় গিয়ে দেখে কাউছার ঘরের ফ্যানের হুকের সাথে ঝুলে আছে। পরে খবর দিলে সন্ধ্যায় ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই গোলাম মোস্তফা শাহিন জানান, তার ভাইকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই হান্নান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।