মাছরাঙ্গার সংবাদ উপস্থাপিকা নিপা অপহরণ
ঢাকা: বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপাকে অপহরণ করা হয়েছে। রাজধানীর গুলশান থানা থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জিডি করে ফেরার সময় তাকে অপহরণ করা হয়।।
মঙ্গলবার দিবাগত রাতে আড়ংয়ের সামনের রাস্তা থেকে অপহৃত হয় বলে জানিয়েছেন মাছরাঙ্গার অপরাধ বিষয়ক প্রতিবেদক মাহমুদ সোহেল।
বিষয়টি নিয়ে গুলশান থানার ওসি জানান, সাবিনা নিপা থানায় জিডি করতে এসেছিলেন। কিন্তু তিনি অপহরণ হয়েছেন আড়ংয়ের সামনে থেকে। এটা আমদের আওতায় পড়েনি। অপহরনের স্থান শিল্পাঞ্চল থানার আওতায় পড়ার কারণে বিষয়টি তারা দেখছে।
জানা গেছে, গত কয়েকদিন থেকে সংবাদ উপস্থাপিকা নিপাকে মুঠোফোনে কে বা কারা হুমকি দিয়ে আসছে। এর প্রেক্ষিতে তিনি রাতে গুলশান থানায় জিডি করতে আসেন।
তবে কে বা কারা তাকে অপহরণ করেছে তা জানাতে পারেননি তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।