শিরোনামহীন

আজীবন নগ্ন হওয়ার প্রতিশ্রুতি কিমের

ভালুকা নিউজ ডট কম ডেস্ক: ভক্তদের সঙ্গে সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠিত করতে তারকাদের অনেক কিছুই করতে হয়। কখনো কখনো ইচ্ছে না করলেও তাদের সঙ্গে ছবি তোলা, হাসি মুখে গল্প করা এমনকি বিভিন্ন পোজে সেলফিতেও অংশ নিতে হয়। ভক্তদের পছন্দ-অপছন্দও মাথায় রেখে চলতে হয় তারকাদেরকে। এরই ধারাবাহিকতায় এবার আজীবন ভক্তদের জন্য নগ্ন সেলফি দিয়ে যাওয়ার প্রতিশ্রুত দিলেন মার্কিন রিয়্যালিটি তারকা কিম কার্দাশিয়ান। সম্প্রতি ‘ব্রেক দ্য ইন্টারনেট’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। মূলত ন্যুড সেলফির কারণেই এই পুরস্কার পেয়েছেন কিম! তিনি সাধারণত সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সেলফি বোমা ফাটিয়ে থাকেন। এ কারণেই কিম জনপ্রিয়তার শীর্ষে। ফলে ‘ব্রেক দ্য ইন্টারনেট’ পুরস্কারটা তাকেই দিলেন কর্তৃপক্ষ। ট্রফি হাতে নিয়েই কিম বললেন, ‘আমৃত্যু ন্যুড সেলফি দিয়ে যাব!’ কিমের এমন প্রতিশ্রুতিতে সবাই  রীতিমতো অবাক। কিন্তু তাতে তার কী আসে যায়। আপাতত এই টিভি তারকার ভক্তদের জন্য এটিই সুখবর। তেমনটাই জানিয়েছেন কিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button