খেলাধূলা

‘অধিনায়ক হিসেবে যতদিন ইচ্ছে খেলবে মাশরাফি’

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর গুঞ্জন হচ্ছিল বেশ কিছু দিন ধরে। তবে এবার সে গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না। মাশরাফি যতদিন সুস্থ থাকবেন তিনি খেলে যাবেন এবং অধিনায়কত্ব করবেন।

মঙ্গলবার (১১ জুলাই) দুপরে চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য ও আগামী বিশ্বকাপ নিয়ে বিসিবিতে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন বোর্ড প্রধান।
সে সময় সংবাদমাধ্যমের প্রচারিত তথ্য ভিত্তিহীন উল্লেখ করে পাপন জানান, ‘আমার আগের কথোপকথোনে পুরোটা প্রচার মাধ্যমে আসেনি। যতটুকু এসেছে তা শুনে মনে হয়েছে আমরা বুঝি মাশরাফিকে বাদ দিতে তৎপর। আসলে তা মোটেই সত্য নয়, আর এ ধরনের সংবাদ মাশরাফি ও আমাদের জন্য বিব্রতকর। আর এ মুহূর্তে অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।’

টাইগার দলপতির প্রশংসা করে বোর্ড সভাপতি বলেন, ‘মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্ব ক্ষমতা অসাধারণ, এক কথায় মাশরাফির সামর্থ্য নিয়ে কোন কথা বলার সুযোগ নেই। আর পেস বোলার মাশরাফিও দলের অন্যতম সেরা পারফর্মার। তার চেয়ে বড় কথা অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তার বিকল্প কেউ নেই। কাজেই অধিনায়ক মাশরফিকে সরানোর প্রশ্নই আসে না আর আমরা তা নিয়ে ভাবছিও না।’

বিকল্প খেলোয়াড় তৈরি প্রসঙ্গ এনে পাপন বলেন ‘দলের স্বার্থে সব পারফর্মারের বিকল্প রাখতে হয়। সাকিব খেলা ছেড়ে দিলে কি হবে? মুশফিকের জায়গা কে নিতে পারেন, এমন চিন্তা তো বোর্ডের থাকবেই, সেটা আগে থেকেই চিন্তা করতে হবে, আর সে চিন্তা আমাদে মাথায় আছে। সেটা সবার বেলাই প্রযোজ্য। তবে এই মুহূর্তে মাশরাফিকে সরানোর কোন সুযোগ ও সম্ভাবনা নেই। আমরা তা ভাবছিও না। মাশরাফির সঙ্গে আমার কথা হয় এবং সব ঠিক আছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button