ময়মনসিংহে ৬ পুলিশ কর্মকর্তা পুরষ্কৃত
মেহেদী হাসান আবদুল্লাহ্: ময়মনসিংহে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য ছয় পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে ।
রবিবার ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার কনফারেন্স রুমে ছয় পুলিশ কর্মকর্তার হাতে সার্টিফিকেট তুলে দেন।
পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ (শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক), কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান (শ্রেষ্ঠ এসআই), জামালপুরের সরিষাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (শ্রেষ্ঠ এসআই), ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী (শ্রেষ্ঠ ডিবি অফিসার), কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার) ও জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম (শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার)।
এ সময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হকসহ জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার পুলিশ সুপার (এসপি) উপস্থিত ছিলেন।