মেদুয়ারীসারা ভালুকা
ভালুকায় ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী জেসমিন নাহার রাণী
ভালুকা নিউজ ডট কম: আসন্ন আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ধাপে ভালুকা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং মেদুয়ারী ইউনিয়ন থেকে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেসমিন নাহার রানী। ভালুকা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে তিনিই একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আকবর খান শিল্পী (ধানের শীষ), আ’লীগের বিদ্রোহী প্রার্থী লোকমান হেকিম (চশমা), আতাউর রহমান (ঘোড়া), এসহাক তালুকদার (মোটর সাইকেল), বিএনপির বিদ্রোহী প্রার্থী মাজাহারুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে।
জেসমিন নাহার রাণীর স্বামী আ.ন.ম নূরুল মাউফ খান মোমেন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় গত ১৪ এপ্রিল ২০১৬ ইং মারা যাওয়ার পর জেসমিন নাহার রাণীকে আওয়ামীলীগের মনোনয়ন প্রদান করা হয়।