শিরোনামহীন
মাহফুজ আহমেদকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার!
বিনোদন ডেস্ক: মাহফুজ আহমেদকে ধরিয়ে দিন। ধরিয়ে দিলেই পাবেন লাখ টাকা পুরস্কার। তিনি একটি গাড়ীসহ বাচ্চা নিয়ে পালিয়েছেন। আর বাচ্চার বাবা পোস্টারিং করে মাহফুজকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ অভিনীত ‘অলৌকিক প্রেমের ঘ্রাণ’ টেলিছবির গল্প এটি। নাটকে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাকে। রাজধানীর কড়াইল বস্তিতে নাটকের শুটিংয়ে অংশ নেন মাহফুজ আহমেদ।
মাহফুজের বিপরীতে নাটকে দেখা যাবে অপর্ণা ঘোষকে। বার ড্যান্সারের চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি পরিচালনা করছেন মাহমুদ দিদার। রেজাউল হক রেজা প্রযোজিত নাটকটির চিত্রনাট্য করেছেন শ্যামল শিশির ও মাহমুদ দিদার। টেলিছবিটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।