কবিতাসাহিত্য সাধনা
আশার আলো
—– আবুল বাশার শেখ
পথের শেষতো হলোনা তবুও
শুধু এগিয়ে চলা,
কারও কথা কেউ শোননা
তবুও হচ্ছে বলা।
রং বদলায় সকাল বিকেল
রঙিন রাতের কালো,
জীবন জানি তিক্ত এখন
আশায় দেখি আলো।
জীবন থেকে হারিয়ে গেল
অনেক বছর ওরে,
নতুন দিনে নতুন নিয়ে
সাজানো আমার ঘরে।
০১-৬-২০১৬