ভালুকায় রাস্তায় নিন্মমানের কাজের অভিযোগ

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গালর্স স্কুল এলাকার সদ্য সমাপ্তকৃত রাস্তায় নিন্মমানের কাজ করার অভিযোগ উঠেছে। পাড়াগাঁও ৩নং ওয়ার্ডের গালর্স স্কুল হতে রমজান হাজীবাড়ী পর্যন্ত প্রায় ১ কি মি রাস্তার পাকাকরন কাজ হয়েছে। টঈজওউচ প্রকল্পের আওতায় মেসার্স মনিরা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান এ রাস্তার কাজটি পায়। লোক দেখানো দ্রুত কাজ করায় রাস্তার কাজ শেষ হওয়ার আগেই কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী। রাস্তাটি সিডিউল অনুযায়ী সঠিকভাবে করার দাবী জানান এলাকাবাসী।
এ ব্যাপারে ঠিকাদার মোঃ শফিকুল ইসলাম বলেন- ৭৫০মিটারের এ রাস্তাটি ৩৮ লাখ টাকা বরাদ্ধে আমি সিডিউল অনুযায়ী কাজ শেষ করেছি।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সারোয়ার হোসেন মোবাইল ফোনে বলেন- আমি নিজে গিয়েছি, রাস্তার কাজ সিডিউল অনুসারে হয়েছে এবং রাস্তা নষ্টের বিষয়ে বলেন-কে বা কারা সাবল দিয়ে রাস্তা ভেঙ্গেছে। এলাকাবাসী জালাল উদ্দিন বলেন- কয়েক দিন হলো রাস্তার কাজ শেষ হয়েছে এরই মধ্যে রাস্তা নষ্ট হয়ে ভেঙ্গে যাচ্ছে। এটা কি মানসম্মত কাজের লক্ষন? যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।