ক্যাম্পাস
সাত দফা দাবিতে গ্রীণ ক্যাম্পাসের সবুজ শোভা যাত্রা
মেহেদী জামান লিজন,বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ পহেলা জুন রোজ বুধবার বেলা সাড়ে এগারটায় গ্রীণ ক্যাম্পাসের উদ্যোগে এক সবুজ শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি ট্রেজারার এ.এম.এম শামসুর রহমানের নেতৃত্বে চুরুলিয়া মঞ্চ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে চুরুলিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত শোভা যাত্রায় অংশগ্রহনকরেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.আমিনুলইসলাম, চারুকলা বিভাগেরশিক্ষক , তপনকুমারসরকার, সুমহাওলাদার, দ্রাবিড়সৈকত, মনজুরএলাহি, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষক সঞ্জয় মুখার্জী, ইসিই বিভাগের শিক্ষক মাইন উদ্দিনসহ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় সাত দফা দাবি পাঠ করে শোনানো হয়।