ভালুকার ১০ ইউনিয়নে ভোট গ্রহন আজ
ভালুকা নিউজ ডট কম: আজ শনিবার ০৪ জুন ভালুকা উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আ’লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মাঝে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি মামলাও হয়েছে। ফলে সাধারণ ভোটারদের মাঝে আশংঙ্কা বিরাজ করছে অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের প্রশ্নে।
উপজেলা ১০টি ইউনিয়য়ে আ’লীগ বিএনপির ২০ প্রার্থী ছাড়াও মনোনয়ন না পেয়ে স্বন্ত্রত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আরো ১৬ জন। বিদ্রোহী বিএনপির ৪ আ’লীগের ১২ প্রার্থী রয়েছে।
উপজেলার ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়নে সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডাঃ এম আমান উল্লাহর ভাইপো ও ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফার ভাগ্নে চেয়ারম্যান প্রার্থী (নৌকা) থাকায় দুই ইউনিয়নের ভোটারদের মাঝে সুষ্ঠ ভোট নিয়ে অধিক আশংস্কা রয়েছে।
নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে বিএনপি তাদের ৮টি আসন ধরে রাখার চেষ্টা করছে। বিএনপির ধারনা, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলে এবারও তাদের ৮ থেকে ৯টি ইউনিয়নে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আ’লীগ উপজেলার ১০ ইউনিয়নেই নৌকা প্রতীকের জয়ের চেষ্টা করছে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১০নম্বর হবিরবাড়ি ইউনিয়নে সীমানা জটিলতা নিয়ে মামলা থাকায় মহামান্য হাইকোর্ট ওই ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে। ১০ ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ১৩ হাজার ৭২৭জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৬ হাজার ৮২ জন, মহিলা ১ লাখ ৭ হাজার ৬৪৫ জন। ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৫ জন, সংরক্ষিত (নারী) আসনে ১০৪ জন ও সাধারণ আসনে সদস্য ৩৩৬ জন। এর মধ্যে এক সাধারণ সদস্য ও একজন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১০ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৯৩টি। ১০ ইউনিয়নে ৯৩ টি ভোট কেন্দ্রের মাঝে ৭৩ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করে প্রসাশনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন সমম্বয়কারী কামরুল আহসান তালুকদার জানান, নির্বাচন সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ করার জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভোটারা যাতে সুষ্ঠ ভাবে ভোট প্রদান করতে পারেন, তার জন্য র্যাব, পুলিশ, বিজিবিসহ ভ্রাম্যমান আদালত গঠন করে নির্বাচনি এলাকায় সার্বক্ষনিক ভাবে থাকছে।