ভালুকায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকালে ভালুকা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। যায়যায়দিন ভালুকা প্রতিনিধি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, এ্যাপোলো ইন্সঃ অব কম্পিউটার এর অধ্যক্ষ এআরএম শামছুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, কামরুল হাসান পাঠান (কামাল), সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রফিক, মুখলেছুর রহমান মনির, মোবাশ্যারুল ইসলাম সবুজ, তমাল কান্তি সরকার, আলী আকবর সাজু, দীনা খান, আওলাদ হোসেন রুবেল, শফিকুল ইসলাম সবুজ, মনিরুজ্জামান খান, আসাদুজ্জামান সুমন, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাানে যায়যায়দিন গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলে অভিমত ব্যাক্ত করেন ।