ভালুকাসারা ভালুকা

ভালুকায় বিএনপি ও জাতীয় পার্টির ৪জনসহ ৯প্রার্থীর জামানতবাজেয়াপ্ত

ভালুকা নিউজ ডট কম: গত ০৪জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিএনপির ২, জাতীয় পার্টির২, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১জন সহ মোট ৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রধান ২দল সহ নির্বাচনে ৩৬জন চেয়ারম্যান প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং উথুরা ইউনিয়ন থেকে বিএনপি মনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ, ৩নং ভরাডোবা ইউনিয়ন থেকে আব্দুর রহিম আকন্দ। ৮নং ডাকাতিয়া ইউনিয়ন থেকে জাতীয় পার্টির  নূরুল ইসলাম ও ৯নং কাচিনা ইউনিয়ন থেকে আফতাব উদ্দিন ও ৮নং ডাকাতিয়া ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুদুর রহমান। এ ছাড়াও বিদ্রোহী প্রার্থীরা হলেন মোঃ মুঞ্জুরুল হক,মাজাহারুল ইসলাম,ইসহাক তালুকদার,লোকমান হেকিম,রকিবুল হাসান খান রাসেল জামানত হারান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button