ঢাকাবিভাগীয় খবর

আ’লীগের আমলে পত্রিকা বেড়েছে ১৬৪৭টি

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের দুই মেয়াদে গত ৭ বছর মেয়াদে ১ হাজার ৬৪৭টি পত্রিকার রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক ও ষান্মাষিক মিলিয়ে মোট ২ হাজার ৮৫৫টি পত্রিকা রয়েছে।

বর্তমান সরকার সাংবিধানিক ভাবেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। বুধবার জাতীয় সংসদের সাংসদ সেলিমা বেগমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৩৯(২)(খ) অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতায় সম্পূর্ণভাবে বিশ্বাস করে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে বর্তমান সরকার ‘তথ্য অধিকার আইন, ২০০৯ প্রণয়ন করেছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী তথ্যে অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩১টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসহ ২৪টি এফএম বেতার ও ৩২টি কমিউনিটি রেডিও’র লাইসেন্স প্রদান করেছে। বিগত ৭ বছর মেয়াদে ১ হাজার ৬৪৭টি পত্রিকার রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে।

এছাড়া, সরকারি খাতে ৩টি টেলিভিশন চ্যানেল এবং বেসরকারি খাতে ২৪টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ১৬টি এফএম বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button