সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় বসতবাড়ীতে আগুন ৫ লক্ষ টাকার ক্ষতি
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া চৌরাপাড়া গ্রামের মোঃ তমিজ উদ্দিনের ছেলে মোঃ আইয়ুব আলীর বসতবাড়ীতে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
জানা যায়, বুধবার (৮ জুন) সকালে আগুনের সূত্র হয়ে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তিনটি রুমের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে মানুষের কোন ক্ষতি সাধিত হয়নি। এ সময় স্থানীয়রা সম্মিলিত ভাবে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের শ্রীপুর ইউনিট বাড়িটি পরিদর্শন করেন।এ সময় তারা বলেন প্রাথমিক আলামতে মনে হয় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।