যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি
অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনই চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমথর্ন পাওয়ার পরই তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনীত হলেন।এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতার দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে তিনি এই গৌরব অর্জন করলেন। ফলে এখন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করায় আর কোনো বাধা থাকলো না।
এর আগে রোববার অনুষ্ঠিতব্য প্রাইমারিতে পুয়ের্তো রিকোরতে বড় জয় পাওয়ার পরই তার দলটির পক্ষ থেকে মনোনয়ন নিশ্চিত হয়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে অন্যদম প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনিই হচ্ছেন প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। সে দিক থেকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে এক ঐতিহাসিক নির্বাচন বলেই মনে করা হচ্ছে।
হিলারি ক্লিনটন মোট ২ হাজার ৩৮৪ ডেলিগেটের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এরমধ্যে প্লেজড ডেলিগেটের সমর্থন ১ হাজার ৮১২ এবং সুপার ডেলিগেটের সমর্থন রয়েছে ৫৭২। মনোনয়ন পাওয়ার জন্য তার দরকার ছিলো ২ হাজার ৩৮২ ডেলিগেটের সমর্থন। প্রয়োজনের চেয়ে একটি ডেলিগেটের সমর্থনে পেয়ে তার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।
অপরদিকে, ডেমোক্র্যাটিক দলের হিলারির একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ১ হাজার ৫৬৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। এর মধ্যে প্লেজড ডেলিগেটের সমথর্ন রয়েছে ১ হাজার ৫২০ এবং সুপার ডেলিগেটের সমর্থন রয়েছে ৪৬।
বিশ্ববাসীর এখন শুধু অপেক্ষা আগামী ৮ নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-হিলারি লড়াই দেখার।
বিগত কয়েক মাস থেকেই দেশটির ৫০টি অঙ্গরাজ্যে পর্যায়ক্রমে প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছিলো। প্রথম থেকেই হিলারি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ব্যার্নি স্যান্ডার্সকে টেক্কা দিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারিতে এগিয়ে ছিলেন তিনি। মাঝখানে বার্নি স্যান্ডার্স পর পর প্রাইমারিতে জয় পাওয়ার পর হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নেয়। শেষ পর্যন্ত হিলারির জনপ্রিয়তার দাপটের কাছে কুলিয়ে উঠতে পারলেন না স্যান্ডার্স।
এর আগে মে মাসের প্রথম সপ্তাহে ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বড় জয়ের ফলে একই দলের প্রার্থিতার দৌড়ে থাকা টেড ক্রুজ ও জন ক্যাসিচ নিজেদের নাম প্রত্যাহার করে নেন। তারপর থেকে ফাঁকা মাঠে দাপিয়ে বেড়াচ্ছিলেন রিপাবলিকান দলের একমাত্র প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।