প্রাণের বাংলাদেশরাজনীতি
ময়মনসিংহ ১ ও ৩ আসনের উপ নির্বাচন ১৮ জুলাই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ১ ও ৩ আসনের উপ নির্বাচন ১৮ জুলাই অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১ ও ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
ইসি জানায়, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ জুন। আর বাছাই হবে ২২ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন বলে জানায় নির্বাচন কমিশন।
ইসির কর্মকর্তারা জানান, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর)-এর শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত। ইসির পরিকল্পিত তফসিল অনুযায়ী এ দুই আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হবে ১১ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন, প্রতীক বরাদ্দ ৩০ জুন এবং ভোট গ্রহণ হতে পারে ১৮ জুলাই।