অন্যের যে জিনিসগুলো ব্যবহার করতে নেই
ভালুকা নিউজ ডট কম: পার্টনারের সঙ্গে কী কী শেয়ার করেন আপনি? সম্পর্ক গভীর হলে আমরা না ভেবে প্রায় সব কিছুই শেয়ার করে ফেলি। আবার প্রিয়, খুব কাছের বন্ধুর সঙ্গেও মেক আপ, রেজর অনেক কিছুই শেয়ার করি। একই পরিবারে অনেক সময় এক সাবান, তোয়ালে গোটা পরিবারের সব সদস্য ব্যবহার করেন। কিন্তু জানেন কি কিছু কিছু জিনিস কখনই একে অপরেরটা ব্যবহার করা উচিত নয়? জেনে নিন কোন জিনিসগুলো রয়েছে এই তালিকায়।
১.সাবান, লুফা বা স্নানের কোনও সামগ্রী একে অপরেরটা ব্যবহার করা উচিত নয়।
২.বডি স্প্রে একে অপরেরটা ব্যবহার করা যায়। কিন্তু রোল অন অ্যান্টি পারসপিরান্ট কখনই একে অপরেরটা ব্যবহার করবেন না।
৩.এক জন যদি কোনও বোতলের মুখে মুখ লাগিয়ে পানি খান, তাহলে অপর কেউ সেই বোতলে অবশ্যই পানি খাবেন না।
৪.অনেক সময়ই দুই ভাই বা দুই বন্ধু একে অপরের রেজর ব্যবহার করে থাকেন। দাড়ি কামানোর সময় অনেক সময়ই ছোটখাট কেটে যায়। তাই কখনই রেজর শেয়ার করবেন না।
৫.অনেক সময় পার্টনাররা একে অপরের টুথব্রাশ ব্যবহার করে থাকেন। এটা করবেন না।
৬.স্নানের তোয়ালে হোক, হাত মোছার বা মুখ মোছার। তোয়ালে কখনই একে অপরেরটা ব্যবহার করা উচিত না।
৭.নখের তলার চামড়ৃায় অনেক ময়লা, জীবাণু জমে থাকে। তাই একে অপরের নেল ক্লিপার ব্যবহার করবেন না।
৮.মাথায় অনেক ময়লা থাকে। যার থেকে অত্যন্ত ক্ষতিকারক সংক্রমণ ছড়াতে পারে। কখনই একে অপরের চিরুনি বা হেয়ার ব্রাশ ব্যবহার করবেন না।
৯.একে অপরের কাজল, লিপস্টিক, মাস্কারা, মেক আপ ব্রাশ ব্যবহার করলে সংক্রমণ, ত্বকের অ্যালার্জি ছড়াতে পারে।
১০.কানের , নাকের ফুটোয় অনেক ময়লা জমে থাকে। অনেক সময় দুল, নোজপিনে শুকনো চামড়া লেগে থাকে, খোলা, পরা করতে গিয়ে রক্তও বেরোতে পারে। তাই এইগুলো কখনই শেয়ার করবেন না।
১১.দুই বোন, দুই ভাই বা কাছের বন্ধুরা প্রায়শই একে অপরের অন্তর্বাস ব্যবহার করে থাকেন। এটা কখনই উচিত নয়।
১২.এক দু’বার ব্যবহার করতে পারেন। কিন্তু নিয়মিত একই ইয়ারফোন দু’জন ব্যবহার করলে সংক্রমণ ছড়াতে পারে।