কাবা রক্ষায় প্রয়োজনে সেনা পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভালুকা নিউজ ডট কম: প্রয়োজনে কাবা শরিফ ও মসজিদে নববি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মো. সফিউল ইসলাম সংবাদকর্মীদের এ তথ্য জানান। আজকের মন্ত্রিসভার বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এবং ব্রিফিং অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুসলমানদের পবিত্র এ দুই মসজিদ কাবা ও মসজিদ-ই-নববীর নিরাপত্তায় সৌদি আরবের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে।’
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশ যোগ দিয়েছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সামরিক জোটে অংশগ্রহণ নিয়ে কোনো কথা হয়নি বৈঠকে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। সচিব বলেন, এত দিন দেশে বিএনসিসির কোনো আইনি কাঠামো ছিল না। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর গঠন করা হবে। এর প্রধান হবেন মহাপরিচালক এবং প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে উপদেষ্টা কমিটি থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ থেকে ৭ জুন সৌদি আরব সফর করেন। সফরে সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রধান শেখ হাসিনার সঙ্গে আলোচনার নানা দিক মন্ত্রীসভাকে অভহিত করা হয়।