প্রাণের বাংলাদেশবন ও পরিবেশ

ভালুকায় কোচিং সেন্টারের নামে কোটি টাকার বনের জমি দখলের অভিযোগ

ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকায় ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের প্রায় কোটি টাকা মূল্যের বন বিভাগের জমি দখলের অভিযোগ ওঠেছে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী মৌজার ১১০ নম্বর দাগে স্থানীয় প্রভাবশালী রুস্তম আলী ও আনিসুর রহমান আনিস বন বিভাগের কোটি টাকা মূল্যের ১০ কাঠা জমি কোচিং সেন্টারের নাম ভাঙিয়ে দখলের পায়তারা করছে। স্থানীয় বন বিভাগের যোগসাজশে বনবিজ্ঞপ্তিত ওই জমিতে ইতোমধ্যে কোচিং সেন্টারের জন্য ঘর নির্মাণের কাজ চলছে। দিনে ও রাতের আঁধারে বন বিভাগের নাকের ডগায় চলছে এ দখল উৎসব। রহস্যজনক কারণে স্থানীয় বন বিভাগ এ অবৈধ দখলের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
সোমবার (১৩ জুন) সকালে সরজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রুস্তম ও আনিস মোটা অংকের টাকা দিয়ে স্থানীয় বন বিভাগকে ম্যানেজ করে বনের এসব জায়গা দখল করছে।

এ ব্যাপারে অভিযুক্ত রুস্তম আলী জানান, ‘বনবিভাগের দাবী থাকলেও আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করছি ও বনের অবমুক্তির জন্যে আবেদন করেছি।

অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক আনিসুর রহমান জানান, ‘আমি কোচিং সেন্টারের জন্য রুস্তম আলীর কাছ থেকে জায়গা ভাড়া নিয়েছি, বনের দাবী আছে কি নাই, সেটা আমার দেখার বিষয় না, তাছাড়া বনবিভাগের সাথে যোগাযোগ করেই ঘর নির্মাণ করা হচ্ছে।

এ ব্যাপারে হবিরবাড়ী বিট অফিসার শরীফ-উর- রহমান খান চৌধুরী জানান, একাধিকবার বাঁধা দেয়ার পরেও তারা তা আমলে নিচ্ছে না, এ ব্যাপারে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান জানান, আমরা স্থাপনা নির্মাণে বাঁধা দিয়েছি। কোন অবস্থাতেই ওই বনের জমিতে স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button