সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় জেএমবি সদস্যসহ গ্রেফতার-৩

ভালুকা নিউজ ডট কম: ভালুকায় জেএমবি সন্দেহে রফিকুল ইসলাম ওরফে রফিক সহ (৫৫), সাজাপ্রাপ্ত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। চলতি অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক জেএমবির তালিকাভূক্ত আসামী। অপর দুই জন – পৌরসভার ১ নং ওয়ার্ড ভান্ডাব গ্রামের তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী শহীদুল ইসলাম সাহিন ও কাশর গ্রামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সিরাজুল ইসলাম। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।