অর্থনীতি
বাংলাদেশিদের জন্য ডিভি লটারি বন্ধ

যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ডিভি লটারির কোনো সুযোগ নেই। এমনকি আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। ভবিষ্যতেও এই সুযোগ নাও আসতে পারে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিভি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কোনো বাংলাদেশি যাতে ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেন, সে জন্য সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
প্রসঙ্গত, বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে ডিভি প্রোগ্রাম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিভি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কোনো বাংলাদেশি যাতে ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেন, সে জন্য সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
প্রসঙ্গত, বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে ডিভি প্রোগ্রাম।