ঢাকাবিভাগীয় খবর

শ্রীপুরে ৫০ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আরিফুল ইসলাম খান, শ্রীপুর (গাজীপুর) :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।
গাজীপুর তিতাস গ্যাসের অঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদের নেতৃত্বে (১৪জুন) মঙ্গলবার দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত শ্রীপুর পৌর শহরের কেওয়াবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় শ্রীপুর উপজেলা সহ-কারি কমিশনার (ভূমি) মাসুম রেজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে প্রায় অর্ধশতাধিক বি জি বি , পুলিশ পুরো এলাকা ঘীরে রাখে।
তিতাস গ্যাসের কারিগরি ব্যবস্থাপক প্রকৌশলী সাহাব উদ্দীনের নেতৃত্বে একটি কারিগরি দল মাটি খুঁড়ে দুই ইঞ্চি ব্যাসার্ধের প্রায় বিশ হাজার ফুট লোহার পাইপ উদ্ধার করে। এসব পাইপ খুব নিন্মমানের। এর থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কারিগরি ব্যবস্থাপক প্রকৌশলী শাহাব উদ্দীন।
তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। অভিযান চলাকালে সংযোগ বিচ্ছন্ন কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শ্রীপুর উপজেলা সহ-কারি কমিশনার (ভূমি) মাসুম রেজা জানান, শ্রীপুরে কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
মাওনা-শ্রীপুর সংযোগ পাকা সড়কের দক্ষিণ পাশ দিয়ে যাওয়া তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে প্রায় ৫০ হাজার বাড়িতে গ্যাস লাইন দেওয়া হয়। এতে সরকার প্রতিমাসে প্রায় কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
অবৈধ সংযোগ নিয়ে সরকারি সম্পদের তি করায় মামলা করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর তিতাস গ্যাসের অঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদে। তিনি আরও জানান, এমন অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে কোনো ধরনের অবৈধ গ্যাস সংযোগ থাকবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button