বিচিত্র দুনিয়া
৪ টি টায়ার, দাম ৪ কোটিরও বেশি!
ভালুকা নিউজ ডট কম, ডেস্ক:
বহুমূল্য এই টায়ারের নির্মাতা দুবাইস্থিত কম্পানি Z টায়ারস। টায়ারগুলির বহিঃসজ্জা নির্মাণ করেছে ইট্যালির আর্টিসান জুয়েলার্স। নকশা করা হয়েছে দুবাইয়ে। আবু ধাবির রাষ্ট্রপতির প্রাসাদে যে শিল্পীরা কাজ করেছেন, তাঁরাই টায়ারে সোনা ও হীরে বসানোর কাজটির দায়িত্বে ছিলেন বলে সংস্থা সূত্রে দাবি।
এত দামি টায়ার, রেকর্ড যে হবে তাতে সন্দেহ কী। গিনিজ় বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ইতিমধ্যেই নামও তুলে ফেলেছে সংস্থাটি। কর্তৃপক্ষের আরও দাবি, টায়ার চারটি বিক্রিও হয়ে গেছে। দুবাইয়ের REIFEN ট্রেড ফেয়ারে।
Z টায়ারসের প্রতিষ্ঠাতা ও CEO হরজীব খান্ডুরি জানিয়েছেন, এই টায়ার বিক্রি করে লভ্যাংশের পুরো টাকাটাই গোটা বিশ্বের শিক্ষার উন্নতিতে দান করা হবে। জ়েনাইসিস ফাউন্ডশেনের হাতে লভ্যাংশের টাকা তুলে দেওয়া হবে বলে হরজীব খান্ডুরি জানিয়েছেন।