শেন ওয়ার্নের বিশ্ব সেরা একাদশে মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে টি-টোয়েন্টির সেরা বোলার কে? সবার আগে যে পেসার মুস্তাফিজের নাম আসবে তা আরও একবার স্মরণ করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। কারণ বিশ্বের বাঘা বাঘা বোলারদের পিছনে ফেলে ওয়ার্নের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার।
শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তার সেরা বিশ্ব টি-টোয়েন্টি একাদশের একটি তালিকা প্রকাশ করেছেন ওয়ার্ন। তাতে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জায়গা না পেলেও সেরা একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন দেশ সেরা এই পেসার। স্ট্যাটাসে ওয়ার্ন লিখেছেন, My best world 20/20 team! Agree?
ওয়ার্নের প্রকাশিত তালিকা: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, শেন ওয়াটসন, এন্ড্রু রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনীল নারাইন এবং মুস্তাফিজুর রহমান (ফিজ)।