প্রাণের বাংলাদেশসংগঠন সংবাদ
ভালুকায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দুই ছাত্রী
ভালুকা নিউজ ডট কম: গত শুক্রবার (১৮ জুন) রাতে ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী জেসমিন আক্তার (১৩) এবং উথুরা ইউনিয়নের মরচী মধ্যপাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী সাদিয়া (১২)। তারা দু ‘জনেই মরচী মধ্যপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রী ।
জানা যায়, পারিবারিক ভাবে উপজেলার একই গ্রামের হানিফ মিয়ার (১৯) সাথে সাদিয়ার ও ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের রিপন মিয়ার ছেলে আনিস মিয়ার (১৯) সাথে জেসমিন আক্তারের বিয়ে শুক্রবাররাতে হওয়ার তারিখ হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার গ্রাম পুলিশ, ভালুকা মডেল থানা পুলিশ ও ইউনিয়নের চেয়ারম্যানকে বলে বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।