সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যূ
উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে(২১জুন)মঙ্গলবার ইফতারির আগে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এলাকাবাসী সুত্রে জানাযায়-ওই গ্রামের মো:আমিনুল ইসলামের বড় ছেলে মো: আনিস (১৮)পল্লীবিদ্যুতের টানা লাইনে ছেড়া তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এসময় তাকে বাঁচাতে গেলে তার মা (৩৮) বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।আনিস এলাকায় শান্ত ও ভদ্র হিসেবে ছিল সকলের প্রিয় পাত্র।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত আনিস তিন ভাই বোনের মধ্যে ছিল সবার বড়।