শিরোনামহীন
রাজন সাহার সুরে আবারো দোয়েল সালেহ
দীর্ঘ বিরতির পর আসছে রমজানের ঈদে প্রকাশ পেতে যাচ্ছে সংগীত শিল্পি “দোয়েল সালেহ”র ২য় মিক্সড এলবাম “মনের ভেতর তুই”। “ভালবাসার গল্প” শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পি। গানটির কথা লিখেছেন “জীবন ফারুকি”। “রাজন সাহা”র। সংগীত পরিচালনায় এলবামটি “অগ্নিবীণা” অডিও কোম্পানি থেকে প্রকাশ পেতে যাচ্ছে। এলবামের বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত মুহিন, নওরিন, টুটুল, সেরা কণ্ঠের রোমেল এবং শাহিন শাহ। এলবামের প্রত্যেকটি গানই শ্রোতাদের ভাল লাগবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন এবং এলবাম কিনে গান শোনার জন্য সম্মানিত শ্রোতামন্ডলিদের অনুরোধ করেছেন।