জাতীয়মিডিয়া দেশ-বিদেশ

ছুটির আগেই সাংবাদিকদের বেতন-বোনাস দিন : বিএফইউজে

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে সকল গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি শওকত মহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, ‘আর মাত্র কয়েক দিন পরই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে উৎসব ভাতা ও জুন মাসের বেতন পরিশোধের ব্যবস্থা নেয়া হয়েছে।

‘আমরা গভীর উদ্বেগ ও পরিতাপের সঙ্গে লক্ষ করছি যে, অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠান এ ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছেন। বিশেষ করে বহু সংখ্যক সংবাদপত্রে মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া। ৪ থেকে ২৪ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে এমন খবরও পাওয়া যাচ্ছে। ফলে ভুক্তভোগী সংবাদকর্মীদের পরিবার নিদারুন হতাশা ও কষ্টে দিনাতিপাত করছেন।’

তারা নেতারা বলেন, অবিলম্বে সংবাদকর্মীদের সমুদয় বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করে তাদের পরিবারে দুর্দশা লাঘব করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button