ময়মনসিংহে দম্পতি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের আলোচিত স্বামী-স্ত্রী হত্যা মামলায় আসামি গোলাম মোস্তাফার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৬ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারত ড. মোহাম্মদ আমির উদ্দিন মামলার একমাত্র আসামি গোলাম মোস্তাফার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।
পুলিশ জানায়, ২০১৪ সালের ১৩ জুলাই রাত ১১টার দিকে শহরের আকুয়া গরুর খোয়ার এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল হকের বাসায় ঢুকে পূর্বশত্রুতার জেরে গোলাম মোস্তাফা গৃহকর্তা আব্দুল হক ও স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রায়হাতুন্নেছাকে দা দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর গোলাম মোস্তফা পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যপারে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে কোতোয়ালি থানা পুলিশ চূড়ান্ত চার্জশিট প্রদান করলে আজ বিচারক এ রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বিশ্বনাথ পাল।