কিছু ব্যাংক খোলা থাকবে
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক : টানা সরকারি ছুটির মাঝেও ২ থেকে ৪ জুলাই কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাণিজ্যিক এলাকা, শপিং মল ও বাজারগুলোতে অবস্থিত ব্যাংকগুলোর শাখা এই ৩ দিন খোলা থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের অপর এক সার্কুলারে ৮ ও ৯ জুলাই দেশের কাস্টমস হাউসগুলোর কাস্টম কার্যক্রম পরিচালনার জন্য ওই সব এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সব শাখা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম, মংলা, বেনাপোল, পানগাঁও এবং কমলাপুর আইসিডি কাস্টম হাউস, ঢাকায় আমদানি ও রপ্তানি সম্পর্কিত কার্যক্রম পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য ঈদুল ফিতর সামনে রেখে ঈদের ছুটির সময় প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেনে ব্যবসা সহজতর করতে ব্যবসায়ীদের দাবিতে কেন্দ্রীয় ব্যাংক এই সার্কুলার জারি করে। সার্কুলারে এসব ব্যাংককে তাদের নিজ নিজ শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছুটির সময় দায়িত্ব পালনকারি কর্মীদের প্রয়োজনীয় ভাতা প্রদান করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।