জাতীয়

‘গুম-খুনের সঙ্গে র‍্যাব-পুলিশ জড়িত’-বেগম খালেদা জিয়া

ভালুকা নিউজ ডট কম: গুম-খুনে জড়িত র‍্যাব-পুলিশ সদস্যদের কোনো দিন ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানের একটি হোটেলে বুধবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, বিএনপি’র নেতা-কর্মীদের গুম-খুনের সঙ্গে র‍্যাব-পুলিশ জড়িত। একদিন না একদিন তাদের বিচার করা হবে।

খালেদা জিয়া অভিযোগ করেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমন করার জন্য সরকার গুম-খুন শুরু করে। এ ধারা এখনো অব্যাহত আছে। গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ করার চেষ্টা করা হবে। যেসব র‍্যাব ও পুলিশের সদস্য এসবের সঙ্গে জড়িত, তাঁদের কোনো দিন ক্ষমা করা হবে না।

আওয়ামী লীগকে জালেম ও খুনি আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, আওয়ামী লীগ গুপ্তহত্যাকারী। আওয়ামী লীগের বিচার একদিন হবে এবং মানুষই তা দেখতে পাবে।

২০১৩ সাল থেকে শুরু হওয়া বিএনপির আন্দোলনে গুম ও খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বুধবার ইফতার করেন খালেদা জিয়া। এতে ৩৮টি পরিবার অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button