ঢাকা অ্যাটাকের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড়
বাংলাদেশের রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশানে সন্ত্রাসী হামলা ও জিম্মির ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর চোখ এখন ঢাকা অ্যাটাকের দিকে। অন-লাইন সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সাথে সর্বশেষ ঘটনা জানাতে লাইভ ইভেন্ট চালু রেখেছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন অন-লাইনের পাশাপাশি টেলিভিশনেও সর্বশেষ ঘটনা সরাসরি সম্প্রচার করছে। ভারতীয় স্যাটেলাইট চ্যানেল এনডিটিভি সরাসরি সম্প্রচারের পাশাপাশি বিশেষজ্ঞের বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতির চুলচেরা বিচার-বিশ্লেষন করছে।
বিশ্বের অনেক দেশের গণমাধ্যমেই এখন স্থান নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার চিত্র। টানটান উত্তেজনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে ঢাকা অ্যাটাকের দিকে।
কূটনৈতিক পাড়ায় বিদেশী নাগরিকসহ ২০ জনের বেশি মানুষ জিম্মির ঘটনায় ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জামার্নি, রাশিয়াসহ অধিকাংশ দেশের অন-লাইন সংবাদ মাধ্যমগুলো প্রতিটি মুহুর্তের ঘটনা গুরুত্বের সঙ্গে পাঠকের কাছে ধারাবাহিক তুলে ধরছেন। একই সাথে টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংবাদমাধ্যমকর্মীরা ক্ষুদ্র বার্তায় সর্বশেষ সংবাদ জানাচ্ছে।
ভেতরে জিম্মিরা কেমন আছেন, তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেদিকেও তাকিয়ে উৎকণ্ঠিত সংবাদমাধ্যমগুলো।
বিবিসি, ডয়েচে ভেলে, হিন্দুস্থান টাইমসহ বিভিন্ন গণমাধ্যম জানায় ঢাকায় কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশানে, স্প্যানিস বেকারি আর্টিসানে বিদেশী নাগরিকসহ ২০ জনকে জিম্মি করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়কালে বনানী থানার ওসি সালাউদ্দীন নিহত হন।
হামলার দায় স্বীকার করেছে আইএস। সিএনএন জানিয়েছে আর্টিসান বেকারিতে ৬ থেকে ৮ জন সন্ত্রাসি প্রবেশ করেছে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।