ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত
![](https://bhalukanews.com/wp-content/uploads/2016/07/13555645_1146717258725678_363459517_o.jpg)
ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের প্রতি শুক্রবারের নিয়মিত বৈঠকে (২জুলাই) “আমাদের প্রকৃতি ও বর্ষা” শীর্ষক বিষয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট কবি ও প্রকৃতি গবেষক মোঃ আনিছুর রহমান। তিনি বলেন মানুষ- প্রকৃতি ও বর্ষা এগুলো সাহিত্যের আদি উৎর্স। আমাদেরও বেঁচে থাকর জন্য আমরা প্রতিদিন প্রকৃতির উপর নির্বর করি। সৃষ্টির রহস্যময় বিশাল ভান্ডার হলো এই প্রকৃতি। সমুদ্র বিশাল নান্দনিক লেখক কবি বিলকিছ বলেন, প্রতিদিন নানা ছলে প্রকৃতি আমায় কাছে টানে। ভালো না লাগার মূহুর্তগুলোতে একান্তই প্রকৃতিকে কাছে পাই, ভিজি বর্ষার জলে পরতে পরতে পিছল খেলায়। অবশেষে বৈঠকের সভাপতি কাঙাল শাহীনের বক্তব্যর মধ্য দিয়ে সঞ্চালক রাশিদ আহম্মেদ বৈঠকের সমাপ্তি ঘেষণা করেন। দ্বীতিয় পাঠে স্বরচিত কবিতা পাঠ করেন – কবি আনিছুর রহমান কবি ফাহিম ফারুক কবি বিলকিছ আক্তার কবি শহিদ সাইদুল কবি আলমাস হোসাইন শাজা।