হবিরবাড়ি
সিডষ্টোর বাজারে দোকানে চুরি !
প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার সিডষ্টোর বাজারে শুক্রবার (১জুলাই) রাতে জসীম বস্ত্রবিতান নামীয় প্রতিষ্ঠানে এক দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। দোকানের মালিক মোঃ জসিম উদ্দিন জানান শুক্রবার রাতে দোকান বন্ধ করে চলে যাই সকালে এসে দেখি তালা ভাঙ্গা। নগদ ৭০হাজার টাকা, ২০০পিছ টাঙ্গাইল শাড়ী, ২০০পিছ ছাপা শাড়ী,জর্জেট,কাতান, ২৫পিছ দামী থ্রীপিছ ১০০পিছ লুঙ্গী সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে দোকান মালিক জানান। বাজারে পাহারাদার থাকার পরও চুরির ঘটনা ঘটায় ঈদের আগে ব্যাবসায়ীরা আতংকিত বলে জানা গেছে। এব্যপারে বাজার ব্যবসায়ী সমিতিকে অবহিত করা হয়েছে এবং এ ব্যাপারে কোন মামলা হয়নী। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানান এবিষয় নিয়ে সমিতির কার্যালয়ে এক জরুরী মিটিংএ আলোচনা করে সিদ্বান্ত নেয়া হবে।