সাইকেলে করে আমের চারা বিক্রি…!

সফিউল্লাহ আনসারী: নতুন দিন নতুন ব্যাবসা।দিন বদলের সাথেই পাল্টেছে ব্যাবসার ধরন।নার্সারিতে,ভ্যান গাড়ীতে,হাট-বাজারে বিভিন্ন প্রকারের ফলদ,বনজ ও কাঠ জাতীয় গাছের চারা বিক্রি করতে দেখেছি। কিন্ত এবার আমের চারা বাড়ী বাড়ী ঘুরে বিক্রি করছে রাজশাহী থেকে আগত ফেরিওয়ালারা।
পাড়াগাঁও বড়চালা গ্রামে চারা বিক্রির সময় দেখা হয় রাজশাহীর বাঘা উপজেলা গাছের ডেয়ার গ্রামের মহিবুর(40) এর সাথে। তার বহন করা সাইকেলে প্রায় ২০/২৫টি চারা নিয়ে ডাক-হাক দিয়ে যাচ্ছেন।
কথা হয় তার সাথে।সে জানায় একট্রাকে ১২০০টি বিভিন্ন জাতের(আম্রপলি,মল্লিকা,হিমসাগর,হাড়িভাঙ্গা)চারা নিয়ে সে,পিপন,জহুরুল,ইদ্রীস,সবুজ ও জুলফিকার রাজশাহীর জনতা নার্সারী থেকে ভালুকার সিডষ্টোর এলাকায় এনে প্রতিদিন খুচরা দামে বিক্রি করছেন।প্রতিটা চারার দাম-৭০/৮০ টাকা।এসব বিক্রেতারা নার্সারী মালিকের বেতনভোক্ত হিসেবে কাজ করছে বলে জানায়।
বেচা-বিক্রি ভালই।তবে ক্রেতাদের অনেকের সন্দেহ এসব গাছে আম ধরবে কি না ! তবে যাই হোক নতুন সিস্টেমের সাইকেল নার্সারিতে বৃক্ষরোপনে তো অবদান রাখছে..!