ঢাকাবিভাগীয় খবর
মুন্সীগঞ্জে এক অদ্ভুত শিশুর জন্ম
ভালুকা নিউজ ডট কম; ঢাকা: গত শক্রবার মুন্সীগঞ্জ শহরের আমেনা মোল্লা ক্লিনিকে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমিয়েছে হাসপাতালে।সদর উপজেলার খাসকান্দি গ্রামের মো: ওমর ফারুকের স্ত্রী সাদিয়া বেগম (২৩) এ শিশুটির জন্ম দেয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মো: ওমর ফারুকের সঙ্গে সাদিয়া বেগমের ৫ বছর আগে বিয়ে হয়।তাদের তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এবার দ্বিতীয়বারের মত এ অদ্ভুত শিশুটির জন্ম হয়। শিশুটির জন্মের খবর পেয়ে হাজার উৎসকু জনতা আমেনা মোল্লা ক্লিনিকে ভীড় জমায়।
ক্লিনিকে ডাক্তারদের সঙ্গে আলাপকালে তারা জানান, শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন সময়ে হার্লি গ্যাইন ইথিওসিস রোগে আক্রান্ত হয়েছিল। তবে বাচ্চাটি এখন স্বাভাবিক বাচ্চাদের মত আচরণ করছেন।