জামালপুরে ওসিসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
জামালপুর প্রতিনিধি: জামালপুরে রেল পুলিশের নির্যাতনে বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারীর (৭০) মৃত্যুতে জিআরপি থানার ওসিসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) রাতে এ মামলা দায়ের করা হয়। জামালপুর রেল স্টেশনে জিআরপি পুলিশের পিটুনিতে আহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী (৭০) মারা গেছেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, সোমবার (১১জুলাই) অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারীর ছেলে মাজহারুল ইসলাম বাবু জামালপুর রেল স্টেশনে টিকেট কাটতে গেলে জিআরপি পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশ আব্দুল বারীর ওপর চড়াও হয়।
এসময় জিআরপি পুলিশ রেল স্টেশন প্লাটফরর্মে প্রকাশ্যে লোকজনের সামনে আব্দুল বারীকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৩টায় তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। নিহতের বাড়ি জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রা এলাকায়।
এ ব্যাপারে জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার জানান, স্টেশনে বিনা টিকেটের যাত্রীদের আটক অভিযান চলছিল। ওইসময় মুক্তিযোদ্ধার ছেলেকে আটকের পর ছেড়ে দেয়া হয়। তারপরও মুক্তিযোদ্ধা আব্দুল বারী স্টেশন প্লাটফর্মে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পুলিশের প্রতি মারমুখি হয়ে উঠে। এসময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে আহত হন।