জাতীয়

শনিবার ২ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ভালুকা নিউজ ডট কম: সারা দেশে আগামী শনিবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।১৬ জুলাই (শনিবার) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি বাস্তবায়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যাতে বাদ না পড়ে এ জন্য সরকার সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। অভিভাবক ও সর্বস্তরের নাগরিককে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে ও কর্মসূচি সফল করতে এগিয়ে আসতে হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এবার প্রায় দুই কোটির বেশি শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button