‘দেশে ৫ শতাংশের বেশি শিশু ডায়াবেটিসে আক্রান্ত’
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: বাংলাদেশে আশঙ্কাজনক হারে শিশুদের ডায়াবেটিস বাড়ছে। বর্তমানে শিশুর ডায়াবেটিসের হার ৫ শতাংশেরও বেশি। আর এই অবস্থার জন্য দায়ী খাদ্য ও পরিবেশ দূষণ। ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) প্রকাশিত গবেষণার ফলাফলে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে শিশুদের ডায়াবেটিস বাড়ছে। বর্তমানে শিশুর ডায়াবেটিসের হার ৫ শতাংশেরও বেশি। আর এই অবস্থার জন্য দায়ী খাদ্য ও পরিবেশ দূষণ। ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) প্রকাশিত গবেষণার ফলাফলে এ তথ্য জানা গেছে।
গবেষণা থেকে জানা যায়, কম বয়সী শিশুর ডায়াবেটিসের হার বেশি ও গ্রামের শিশুদের চেয়ে শহুরে শিশুরা ডায়াবেটিসে বেশি আক্রান্ত হয়। পারিবারিক আয়ের সঙ্গে ডায়াবেটিসের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। যে সব পরিবারের আয় বেশি সেসব পরিবারের শিশুদের ডায়াবেটিসের ঝুঁকিও তত বেশি।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ইব্রাহীম মেডিকেল কলেজের অধ্যাপক ড. আবু সাঈদ। সারাবিশ্বে শিশুদের ডায়াবেটিসের চিত্র একই রকম উল্লেখ করে শিশুর ডায়াবেটিস থেকে সুরক্ষার জন্য কিছু পরামর্শ দিয়েছেন ড. আবু সাঈদ। তিনি জানিয়েছেন শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ করে দিতে হবে, বিষমুক্ত ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে হবে এবং দূষণমুক্ত পবিবেশ নিশ্চিত করতে হবে।