ভালুকায় বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ
ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিভাবকদের পক্ষ হতে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। জানাযায় বৃত্তিধারী ছাত্র ছাত্রীদের নিকট থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাশরিন শাহরিন রুম্পা ২০০ টাকা করে অগ্রীম নিয়েছেন ছবি তোলা ও আনুষাঙ্গিক খরচের কথা বলে। অভিভাবকরা অভিযোগ করেন প্রধান শিক্ষিকা অনুমান এক মাস পূর্বে তাদের কাছ থেকে ছবি তোলা বাবদ ১০০ ও অন্যান্য খরচ বাবদ ১০০ মোট ২০০ করে টাকা নিয়েছেন। স্কুল মাঠে জরো হওয়া অভিভাবক ও ছাত্র ছাত্রীরা জানান প্রধান শিক্ষিকা বেশীর ভাগ সময় অনুপস্থিত থাকেন, স্কুলে অনুপস্থিতির কারনে লেখা পড়ার মান খুবই খারাপের দিকে যাচ্ছে তারা এর প্রতিকার দাবী করেছেন। অভিভাবকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা অভিযোগ অস্বীকার করেন তবে ছবি তোলার জন্য ১০০ টাকা নেওয়ার কথা স্বিকার করে বলেন ব্যাপারটি মিমাংসার জন্য আলোচনা হচ্ছে। এ টিও আবু রায়হান জানান বিষয়টির আংশিক সত্যতা পাওয়া গিয়েছে এবং ফয়সালার চেষ্টা চলছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লিটন শিকদার জানান উপজেলা শিক্ষা অফিসে জানিয়েই টাকা নেয়া হয়েছে। (১৮জুলাই) সোমবার এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি জানান প্রধান শিক্ষক কিংবা ম্যানেজিং কমিটি অভিভাবকদের নিকট থেকে টাকা নেয়ার বিষয়ে কেউ কিছু জানাননি যদি টাকা নিয়ে থাকেন তাহলে নিয়ম বহির্ভূত কাজ করেছেন, তদন্তে অভিযোগ প্রমানিত হলে ব্যাবস্থা নেয়া হবে।