মানুষের মাথায় শিং!

ভালুকা নিউজ ডট কম; জামালপুর: জামালপুর শহরের লাঙ্গলজোড়া গ্রামের একশ দশ বছর বয়সী আয়াত আলী শেখ গত এক বছর ধরে সিবেসিয়াস হর্ন রোগে ভুগছেন। এতে তার মাথার দিকে নজর রাখলে মনে হবে তার মাথার উপর একটি শিং গজিয়েছে। এ কারণে গত ১৪ জুলাই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। আয়াত আলীকে একনজর দেখার জন্য প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য লোকজন।
একশ দশ বছর বয়সী আয়াত আলী শেখ জানান, বছরখানেক আগে তার মাথায় প্রথমে বড় একটি ফোঁড়া বের হয়। কিন্তু দিন যত গড়িয়েছে ওই ফোঁড়া হুবহু শিংয়ের আকৃতি ধারণ করে ইতিমধ্যেই ১২ সেন্টিমিটার লম্বা হয়েছে। বেশ কিছুদিন ধরে শিংটির গোড়ায় প্রচণ্ড ব্যথা করছে। চিকিৎসার জন্য তিনি গত ১৪ জুলাই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মেডিক্যাল সার্জন ডা. নুরে আলমের তত্বাবধানে হাসপাতালের তৃতীয় তলায় ৬ নম্বর ওয়ার্ডের সার্জিক্যাল বিভাগে ভর্তি রয়েছেন।
ডাক্তারি ভাষায় এটি সিবেসিয়াস হর্ন রোগ।
মেডিক্যাল সার্জন ডা. নুরে আলম বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন আয়াত আলী সিবেসিয়াস হর্ন রোগে ভুগছেন। এটা খুব জটিল কোনো রোগ না। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অস্ত্রোপচারের মাধ্যমে খুব সহজেই ১২ সেন্টিমিটার লম্বা হর্নটি অপসারণ করা সম্ভব। বর্তমানে তার প্রস্তুতি নেয়া হচ্ছে।’