শিরোনামহীন
আই অ্যাম নট অ্যা সেক্স মেশিন

স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি মুক্তি পেয়েছে ইউটিউবে। এতে অভিনয় করেছেন অশ্রুত জৈন ও রুপিকা চোপড়ার মতো তরুণ মেধাবীরা। যৌনতার নিরিখে নারীদের আত্মসমীক্ষার নিরীখে ছবিটিতে প্রশ্ন তোলা হয়েছে। ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রটি প্রশ্ন তুলেছে, ‘যৌন সম্পর্ক নিয়ে কেন সব যন্ত্রণা সহ্য করবেন নারীরা?’
‘লং স্টোরি শট ফিল্মসের’ ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক ও চিত্রনাট্যকারও শৈলেন্দ্র সিং।ছবিটির টিজার মুক্তির পর থেকেই এ নিয়ে সরব বলিউড। একটা বড় অংশ বলছে, এই ছবিতে একটা শক্তিশালী সামাজিক বার্তা রয়েছে। আবার একটা মহলের অভিমত, বেশ কিছু প্রশ্নে রয়েছে অসঙ্গতি রয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা শৈলেন্দ্র সিং বলেন, ‘জীবনভর আমাকে শেখানো হয়েছে স্রষ্টাকে স্বীকার, সম্মান এবং উদযাপন করতে। আর আমার কাছে এই গ্রহে নারীদের চেয়ে বড় কোনো স্রষ্টাই নেই; তারা জীবনের স্রষ্টা।’