জাতীয়

গুলশান হামলা: সন্দেহভাজন চার জঙ্গির ভিডিও প্রকাশ

ভালুকা নিউজ ডট কম; ঢাকা: গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনের ভিডিও প্রকাশ করে তাদের পরিচয় জানতে সহায়তা চেয়েছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাবের অনলাইন মিডিয়া সেলের একটি পেজে এক মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়।

ওই পোস্টে লেখা হয়, “গুলশানের হামলার সাথে জড়িত সন্দেহভাজন চারজনকে নির্ণয় করা হয়েছে। এদের পরিচয় জানা থাকলে দ্রুত র‍্যাবের যে কোনো নিকটস্থ ব্যাটালিয়ন অথবা ক্যাম্পে অবহিত করুন। মোবাইল: ০১৭৭৭৭২০০৫০।

৭৫ ও ৭৯ নম্বর সড়কে বসানো ক্লোজড সার্কিট ক্যামেরার ওই ভিডিওতে সময় দেখানো হয়েছে ১ জুলাই রাত ৮টা ৪২ থেকে ৯টার মধ্যে।

ওই সময়ে ওই সড়কে চলাচলরত এক নারী ও তিন পুরুষকে চিহ্নিত করা হয়েছে সন্দেহভাজন হিসেবে। পাশাপাশি একটি গাড়িও চিহ্নিত করা হয়েছে।

ওই সময়ের মধ্যেই কূটনীতিক পাড়া গুলশানের ৭৯ নম্বর সড়কে বিদেশিদের কাছে জনপ্রিয় ওই ক্যাফেতে জঙ্গিরা ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাদের মোকাবেলায় গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। এরপর জঙ্গিরা ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ওই অভিযানে ছয় হামলাকারী নিহত এবং একজনকে আটক করা হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

ওই ভিডিওর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার সাংবাদিকদের বলেন, জঙ্গিরা পায়ে হেঁটে এক এক করে হলি আর্টিজান রেস্তোরাঁয় ঢুকেছিল।

অবশ্য ভবনের এক নিরাপত্তাকর্মী এর আগে জানিয়েছিলেন, জঙ্গিরা একটি মাইক্রোবাসে করে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করেছিল। গুলশানে নজিরবিহীন এই হামলায় জড়িতদের বেশিরভাগ উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, গত কয়েক মাস ধরে তারা নিরুদ্দেশ ছিল।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন…..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button