ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের প্রশিক্ষন কর্মশালা ও দুর্যোগ মোকাবিলায় ওরিয়েন্টেশন প্রোগাম

ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা ও দুর্যোগ মোকাবিলায় ওরিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত।উপজেলার পাড়াগাঁও পাচঁপাই র্গ্রামে আয়োজিত নারীদের স্বাবলম্বী করার লক্ষে “উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাবসায় পরিককল্পনা বিষয়ক প্রশিক্ষন’ ৩দিন ব্যাপি কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার(১৯জুলাই)।
হবিরবাড়ী ইউপি সদস্য(মহিলা) মোফাশ্বেরা আক্তার রুমির বাড়ীতে দেশী ছাগল পালন সিবিও সদস্যদের অংশ গ্রহনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-অখিল সরকার ও রিটন দাস।
অপরদিকে পাড়াগাঁও নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে ‘দুর্যোগ প্রতিরোধে সচেতনতা’ মুলক ওরিয়েন্টেশন প্রোগাম করেছে ওয়ার্ল্ডভিশন ভালুকা।এসময় সংস্থার প্রজেক্ট ম্যানেজার শ্যামল কুমার দাস, স্কুলের শিক্ষক রহিমা খানম,সাংবাদিক সফিউল্লাহ আনসারী, কৃষি সহায়ক কর্মকর্তা মোন্তাজ উদ্দীন, মো: নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান-এই সচেতনতামুলক প্রোগাম উপজেলার পাঁচটি ইউনিয়নে (হবিরবাড়ী,মল্লিকবাড়ী,কাচিনা,ভালুকা ও ডাকাতিয়া) চলছে। যাতে ভুমিক¤প সহ দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।