সাকিবদের টানা তৃতীয় জয়

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: ঘরের মাঠ স্যাবিনা পার্কে টানা তিন জয়ে সিপিএলের শীর্ষে উঠেছে জ্যামাইকা তালাওয়াহস। নিজেদের শেষ ম্যাচে আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
ব্যাট হাতে ভালো করতে পারেননি সাকিব। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সতীর্থ সুনিল নারাইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে শেষ হয় তার ১৩ বলের ইনিংস। এক ছক্কায় ১০ রান করেন তিনি।
নিজের প্রথম ওভারেই উইকেট নেন সাকিব। তার প্রথম দুই ওভার থেকে ৯ রানে বেশি নিতে পারেনি ত্রিনবাগোর ব্যাটসম্যানরা। কিন্তু তৃতীয় ওভারে চড়াও হয়ে ১৯ রান সংগ্রহ করেন হশিম আমলা ও দিনেশ রামদিন। সব মিলিয়ে ২৮ রানে ১ উইকেট নেন সাকিব।
মঙ্গলবার কিংস্টনে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৮ রান করে জ্যামাইকা।কোনো রান না করে ফিরে যান ক্রিস গেইল। ৯ বল খেলে কেভন কুপারের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনকে ক্যাচ দেন জ্যামাইকার অধিনায়ক। ২১ বলে ২৩ রান করেন কুমার সাঙ্গাকারা।
দুটি চার আর চারটি ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন রোভম্যান পাওয়েল। তিন বলের মধ্যে তাকে ও সাঙ্গাকারাকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন কুপার।
সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন রাসেল। ২৪ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। জায়গায় দাঁড়িয়েই নেন ৩৮ রান- ৫টি চার ও তিনটি ছক্কায়।
ত্রিনবাগোর কুপার ২২ রানে নেন তিন উইকেট।জবাবে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায় ত্রিনবাগোর ইনিংস।
৬০ রানে চার উইকেট হারানো ত্রিনবাগোকে লড়াইয়ে রাখেন আমলা ও রামদিন। ৩৬ বলে ৪২ রান করে ফিরে যান আমলা। এসেই চড়াও হওয়ার চেষ্টা করা ডোয়াইন ব্রাভোকে বিদায় করেন ডেল স্টেইন।
পরপর দুই বলে কেভন কুপার ও নারাইনের উইকেট নিয়ে জ্যামাইকাকে জয়ের পথে নিয়ে যান রাসেল। ত্রিনবাগোর আশা হয়ে টিকে থাকা রামদিনও (২৩ বলে ৩১) তারই শিকার।
২৩ রানে ৪ উইকেট নিয়ে জ্যামাইকার সেরা বোলা রাসেল।৭ ম্যাচে জ্যামাইকার পয়েন্ট ১১। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।