হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সামনে বজের্র নালা পরিবেশ দূষন
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সামনে পার্শ্ববর্তী বাড়ীর টয়লেট থেকে বর্জ ছেড়ে দেয়ায় লোকজনের চলাচলে যেমন ব্যাগাত সৃষ্টি হচ্ছে তেমনি প্রতিনিয়ত পরিবেশ দূষন হচ্ছে, আশেপাশের লোকজন বর্জের দুর্গন্ধে ভূমি অফিসে আসাতো দূরের কথা পাশ দিয়ে চলতেই পারেনা। এদিকে ভূমি অফিস কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। বুধবার দুপুরে সরজমিন গিয়ে দেখা যায়, হবিরবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইমাম হাছান পাশের ওয়েটিং রুমে শুয়ে আয়েসি সময় কাটাচ্ছেন। উপজেলার শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশের কোন পথ নেই অনেকটা ঘুরে যেতে হয়। অতি জন গুরুত্বপুর্ণ এই ইউনিয়ন ভূমি অফিসে প্রতিদিন শত শত মানুষ তাদের জমাজমির কাগজ পত্রের কাজ কর্ম করতে এসে বিপাকে পরছেন। এলাকাবসী জানায় এক সময়ের এই ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী জনৈক সাহাবদ্দিন সাহার বাসার টয়লেট থেকে বর্জের ড্রেন ছাড়া হয়েছে যা ভূমি অফিসের দক্ষিন দিক পেচিয়ে সামনের অংশের পুরোটাই ময়লা বর্জে ভরে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকাবাসী প্রতিবাদ করেও প্রতিকার পাচ্ছেননা। এ ব্যাপারে হবিরবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইমাম হাছান জানান, মাটি ভরাট করে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।