আন্তর্জাতিক
বিশ্ব জনসংখ্যা দিবস

আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হচ্ছে ‘Investing in Teenage girls’ যার বাংলা ভাবান্তর ‘‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’’।
উল্লেখ,রমজান মাস ও ঈদের জন্য ১১ জুলাইয়ের পরিবর্তে এবার ২১ জুলাই পালিত হচ্ছে..!