বাস চলছিল, হঠাৎ নগ্ন হতে শুরু করলেন ৩ তরুণী

ভালুকা নিউজ ডট কম; অনলাইন ডেস্ক: বাসবোঝাই যাত্রী। কিন্তু, মুহূর্তের মধ্যেই তা পরিণত হলো স্ট্রিপ ক্লাবে। কারণ, মাঝ রাস্তা থেকে বাসে উঠে নগ্ন হতে শুরু করলেন তিন তরুণী। সঙ্গে চলল নাচ। সবাইকে অবাক করে দিয়েই। তবে অকারণে নয়। মদ্যপানের জন্য টাকা তুলতেই নাকি তাঁদের এই ‘সাহসী’ পদক্ষেপ।
কোথায় ঘটেছে এই ঘটনা? মেক্সিকো সিটি থেকে পাচুকা যাচ্ছিল একটি বাস। মাঝে তিজয়ুকা থেকে সেই বাসে ওঠেন তিন যুবতী। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু, হঠাৎই পোশাক খুলতে শুরু করে দেন তারা। মুহূর্তের মধ্যে নগ্ন হয়ে শুরু করে দেন নাচও। অবাক হয়ে যান যাত্রীরা। সন্তান সঙ্গে থাকায় অনেকেরই মুখ তখন লাল। এর মাঝেই একজন ক্যামেরাবন্দি করেন তাদের নগ্ন নাচের দৃশ্য। তবে এখানেই শেষ নয়। এরপর প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০ মেক্সিকান পেসো চাইতে থাকেন তারা।
কেন এই নাচ? যাত্রীদের সে কথা জানাতেও ভোলেননি ওই তিন যুবতী। রাতে জমিয়ে পার্টি ও সেখানে মদ্যপান করার জন্যই নাকি এই পথ বেছে নিয়েছেন তারা।
সূত্র : ইনাডুবাংলা